বিদায়ের শোক
দীপক বেরা
পরিত্যক্ত ঠাকুরদালানের গায়ে
এখনও শারদীয়ার গন্ধ লেগে আছে
একটু একটু করে দেয়াল থেকে ঝরে পড়ছে
বিদায়ের দুঃখ-বেদনা আর বিষাদের অশ্রুবিন্দুগুলি
ঝরে যাওয়া পদ্মের পাপড়ির অভিসার নিয়ে
আমি দাঁড়িয়ে আছি এই নির্জন ধুলিময় উঠোনে
মা-বোনেদের সিঁদুরের রঙ নিয়ে মাটিতে লিখে রাখি
শুধু তোমারই কথা, শারদীয়ার স্মৃতিমধুর মন্ত্রমুগ্ধ কথা!
সূর্যটা ডুবে যাচ্ছে ক্রমশ..
গঙ্গার কোমর ছুঁয়ে যাওয়া জলে
কতশত শতাব্দীর হাওয়া বইছে আজও
বয়ে যাচ্ছে আমাদের হাহাকার, ক্ষয়িষ্ণু আবেগ
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে যাচ্ছে বিদায়ের শোক
ভাগীরথী গঙ্গার এই টলটলে প্রাচীন মগ্ন স্রোতে..!
0 Comments