✍হীরক বন্দ্যোপাধ্যায়🔸দুর্গাপুর🔸
01. কবিতা পেয়েছে আজ সাদা খাতা পেন
দু চারটি শব্দ ভিজছে
চিত্রকল্পে নীল অন্তর্বাস
পুরাণে বহু কথা মিথ লাবণ্য গোপন
কুহক,বিষয়ে নিহিত কামনা তীব্রতা
তীরগতি,শুরু শেষ শুরু কবিতার
ঘর,আজ লেখা হবে নীরবতা দিয়ে...
02. যারা ছায়া খায় তারা সব প্রতীক
দানা চায় না মালিকের...
03. আগুন পরিক্রমার শেষে আড়িকথা
উত্তরাধিকারে এসে ঠেকে...
04. শতাব্দীর বর্ণজালে পূর্ণচ্ছেদ,
কোরোনা ক্রিয়াপদে নিষিদ্ধ গমন..
05. ব...থেকে ম...শ্রবণযোগ্য হলে
একদিন এসো ইচ্ছেমতন ।
06. আমাদের নন্দিনী রক্তকরবীর গাছে
দোল খায়,বিশু তখন ফায়ারিং স্কোয়াড
07. করোনা আমফান আমফান করোনা
একটু দাঁড়িয়ে থাকো,নোটটা ভাঙাই
কেউ চাইছে না জানতে, গোলাগুলি
সব বন্ধ নাকি হচ্ছেটা সীমান্তে
08. ভাবনাকেন্দ্র স্নায়ুমেঘ ডুবচান ওয়ার ফায়ার, চিরকাল ব্যাকফুট রান
09. অনন্ত কালের ঢেউ,মসৃণ গহন
একটি মৃত অধিকার...
10. শব্দ থেকে সত্যে যেতে এক লক্ষ
কোটি মাইল,কবি মাত্র জানে
11. বাধ্যতামূলক বিধি বাকী সবই খিল্লি,
যখন খুশি অফিস করো
ঘোরো হিল্লি দিল্লি...
12. শূন্য থেকে শুরু হলে শূন্যে শেষ
করতে হয়,নইলে পিছিয়ে
পড়তে হয়
0 Comments