꩜ শ্রাবণী গুপ্ত🔸পূর্ব বর্ধমান🔸
🔺মৃত্যু যেন সুতোর শেষ বিন্দু সুঁচের ছোট্ট গর্তের মধ্যে এই ঢুকি এই ঢুকি করতে করতে কখন যে গলিয়ে দেয় প্রাণ কেউ জানে না মৃত্যু যেন সুতোর শেষ বিন্দু দুদিক থেকে দুটো হাত যেন টেনে ধরেছে দুর্বল হতে হতে হঠাৎই যেন ছিড়ে যাওয়া কেউ জানে না...
কেউ জানে না কখন ফাঁদ পেতে রাখে স্নায়ু ফাঁদ পেতে রাখে হৃদয়
প্রতিটা বৈকল্যই আসলে মৃত্যু তা সে স্নায়ুর হোক বা হৃদয়ের সুতোর মতন জীবনও
কোন একটা দন্ডকে জড়িয়ে জড়িয়ে থাকে একসময় কালের নিয়মে
অন্তিম বিন্দুতে এসে পৌঁছায় যে বিন্দুটা আসলে সূচের বিন্দুর চেয়েও ছোট
0 Comments