𐡚 কৃষক 𐡚




             Ꭷ খায়রুল ইসলাম🔸পূর্ব বর্ধমান🔸




🔴 আমাদের ভালোথাকা ফুরোবে এবার
পথে নেমে পায়ে পা মেলাবার দিন এসে গেছে
মাটি ছেড়ে বিলাসিতা অনেক তো হলো
ওরাও মানুষ বটে-
এই কথা শেষ কবে মনে পড়েছিল?
হাল কাঁধে কাল থেকে চলে যাবো মাঠে
আমার পূর্ব পুরুষদের মতো
পৃথিবী থেমেছে শুধু
শান দেওয়া কাস্তেটা
আমার ভায়ের মুঠো ভরিয়ে ছিল
ওরা পথে পথে এগিয়ে যাবে
মৃত লাশ পেরিয়েও পৌঁছে যাবে
ওরা গান গাইবে নিজের ভাষায়
ওরা সব ভাঙবে কাল একতায়

0 Comments