🔰 সঞ্জয় কুমার মুখোপাধ্যায়🔸কলকাতা🔸
🔵 ওই সাদা বিবর্ণ শুকনো ঘাস,
মাটিতে চিতিয়ে পড়া দেহের শেষ নিঃশ্বাস
কিম্বা প্রাগৈতিহাসিক যুগে ম্যামথের চিৎকার
আমাকে রোজ ভাবায় বারবার !
গাছের মৃত্যু,মানুষের উপড়ে ফেলা স্বপ্নের ফাঁস,
খেতের ফসল ভারি পায়ে তছনছ করা চাষবাস;
তবু কেন দেখি সব চুপচাপ !
বাড়ির ভেঙে পড়া দেওয়াল,
শিশুর নরম দেহে পদাঘাত,
মানুষের পেটে দামাল দাঁতের আঘাত
তবু কেন দেখি সব চুপচাপ !
যেকোন মৃত্যু আমাকে ভাবায় কষ্ট দেয়,
তবে গায়ে পেরেক ফুটিয়ে
ভাতের হাঁড়ি চাপানোর গল্প নতুন নয় !
এ এক অনেকদিনের বেহিসাবি খবরের খোঁজ
যদিও খবরটা নিঃসন্দেহে ব্রেকিং নিউজ !
তবে আমার মন আগেও কেঁদেছে...
এখনো কাঁদছে এই মৃত্যুগুলো কষ্টের ।
তফাৎ আমি দোষের ভাগিদার খুঁজি না,
কারণ আমি রাতকানা হয়ে আত্মা বিকোয় না।
শুধু বলবো জীবিকা আর জীবনের,
মাঝে এসেছে অসম যুদ্ধের পরিনাম ।
সবটাই বেঁচে থাকবার লড়াই,
তাই খবর ছেপো আবেগে নয় সততায় ।
0 Comments