꩜ জীবন সৌরভ ꩜





           Ꭷ হেমন্ত সরখেল🔸উত্তর ২৪ পরগণা🔸


 🔰 ভাবনার সাথে দেখি
গন্ধ পাল্টে যাচ্ছে রোজ । বুকে মুখ রাখি
চন্দনে বিচরণ
সন্ধের ঠেকে খ্যাক খ্যাক করে বন্ধু'রা-
'--নবকুমার, এ ও ভিন্নার্থে কাষ্ঠ আহরণ ।'

পিঠ ব্যাগে
মেদলঘুকরণবটিকা,জন্মঘুঁটি,আনার দানা । 
প্যাকেটে জড়ানো ক্লান্ত ঘাম
বিঁড়িগন্ধি সোহাগমনা
ম ম গুটকা শ্লোকে,
প্যাসেঞ্জার ট্রেনে ঝুমকোলতা
ক্লিভেজে আটক নজর
মহানতা জাগৃত সগৌরবে এ অমৃতলোকে
হয়তো এবারই হয়ে গেল খবর !

সময়সন্ধি হোগলার গন্ধ ধরে রাখে
বোঁটকা না হলে
আপামরের পকেট থৈ থৈ থাকে ?
বৃহত্তর প্রশ্নে উত্তরেরা মূক
অর্ধেও বোঝেনি নদী-
বাতাসে আছে ভেসে কৃতঘ্ন সুখ ।

খাঁ খাঁ রাতে পৌনে বারোটার স্টেশনে
পা রেখে থাকো যদি
নিরালার গন্ধ নাকে ঠিকই পেয়েছ তবে ।
আরো একবার উৎসুক
নাভিতে নাক ডুবিয়ে রাখি,ভিজে যাই শিশিরের ঘ্রাণে
প্রণয়ী হও কেন,অহেতুক?রসহীনা ! তোমায় নিজের ভাবিনি কবে ?
বলো তো শুঁকে নিজের ভেতরটা,সন্তর্পণে ?

সামর্থের গন্ধসারণী
লেগে থাকে যৌবনের গায়ে
মনে আছে ?বলেছিলে,তুমি আমায় ?
'...ক্লান্ত বৈঠা গলুই গর্ভে তামাদি হয়ে এলে
মুর্ছিত পারিজাত;
অপ্রস্তুত শরীরে,গন্ধের বিষন্নতা
জীবনে দুখের সুখ চায় ।'
আজো কষাঘাত মুছে
পাশ ফিরে শুই বোবা জামার হাতায় । 

0 Comments