✍আশরাফুল মণ্ডল🔹দুর্গাপুর🔹
🔴 বাঁচিবার অধিকার জন্মগত ভাবিয়া গলিত ধাতুসকল একদা প্রাণপণ প্রয়াসে স্বীয় যাপন ক্রিয়ায় নিয়োজিত হইয়াছিলেন। অনন্তর তাহারা অনুধাবন করিলেন, তাহাদের নিরন্তর কায়ক্লেশে সমাধা করা প্রচেষ্টা সমূহ খুড়ার কলের আয়ত্তাধীন। প্রত্যেকের চরণ যুগলে যে অদৃশ্য রজ্জুবন্ধন রহিয়াছে তাহা উন্মুক্ত করা কাহারও কদাপি সাধ্য নহে - এমত ভাবনায় পরিচালিত হইয়া ধাতুগণ নাসিকায় তৈল সেবন করিয়া নিদ্রাভিভূত হইয়াছিলেন।
কিন্তু এক্ষণে নানাবিধ দুশ্চিন্তায় তাহাদের নিদ্রার ব্যাঘাত হইতেছে। নিরন্তর বোধ হইতেছে তাহাদিগের বাঁচিবার অধিকার লুপ্ত হইয়াছে। চতুর্দিকে কোলাহল : বাঁচিতে চাহি! বাঁচিতে চাহি! গলিত ধাতুর এতাদৃশ আর্তস্বর মুমূর্ষুর লক্ষণ মাত্র। উত্তমরূপে বাঁচিতে হইলে জমাটবদ্ধ হওয়া একান্ত জরুরি বলিয়া প্রতিভাত হইতেছে।
গলিত ধাতুরা জমাট বাঁধিবার নিমিত্ত সচেষ্ট হইবেন কি এক্ষণে!!!
1 Comments
সত্যিই, জমাট বেঁধে শক্ত না হলে বাঁচার কোনো উপায় নেই।
উত্তরমুছুন