⎠⎠ একগুচ্ছ অণু কবিতা ⎝⎝




           📚 লক্ষ্মণ দাস ঠাকুরা🔹পূর্ব বর্ধমান🔹

          

           ১

বিড়ালের পাতা ফাঁদ কেটে দিয়েছে ইঁদুর।
আমার উঠোনে পায়রাগুলো
দানা খুঁটে উড়ে যায় আকাশে
শান্তি দূতের ছায়া লম্বা হয়ে পড়ে
আমার চিৎকরা সংসারে।
       
           ২

চুঁ কিৎ কিৎ খেলে খোলামকুচি
কিশোরীর হাতে হল বন্দি।
পুকুর জলে ব্যাঙ তুর্ -তুর্ লাফে
ডুবে গেল শেষে।
গড়িয়ে গেল কলসী
তোমার পায়ের কাছে।

           ৩

ঝরা পাতা ঘুর্ণিঝড়ে
প্রশ্ন করে আমি কে?
মাটিতে দাঁড়িয়ে গাছ বলে
উত্তরটা লুকানো আছে
শেকড়ের  গভীরে।
           
            ৪

কথা থেমে গেছে,আজ স্মৃতিমন্থন চুপ।
মনকাড়া বাঁশির শব্দ সদর দরজা আঁটে।
ফুলের সাজি ভরে নিদ্রাঘোর অলীক সংলাপে।
তবু তুমি কনুই ডুবিয়ে সময় সাগর জলে
খুঁজে চলো নিজেকে কালের দেবতা বলে ।

0 Comments