🔰খায়রুল ইসলাম🔸পূর্ব বর্ধমান🔸
꩜ পৃথিবীর সবচেয়ে আনন্দে থাকা মানুষটিকে খুঁজে পেয়েছি আজ সকালে
একটি পা ভ্যান ভর্তি গুলের বস্তা চাপিয়ে হেঁটে চলেছে...
মুখে গান 'হামে তুমসে পেয়ার কিতনা এ হাম নেহি জানতে...'
একটি পা ভ্যান ভর্তি গুলের বস্তা চাপিয়ে হেঁটে চলেছে...
মুখে গান 'হামে তুমসে পেয়ার কিতনা এ হাম নেহি জানতে...'
লোকটি হেঁটে চলেছে সিটি হয়ে গোলাপ বাগ,সরাইটিকর মোড় পিছনে ফেলে
কেশবগঞ্জ চটি পেরিয়ে চলে যাবে নবাবহাট।
ওকে কোন ভোটার কার্ড আপডেট করতে হয়না, আধার বা রেশন কার্ডের জন্য দাঁড়াতে হয়না লাইনে, অথবা আত্মহত্যা...
ওরা খালি গান গায়।
আবার মার খায়।
তবু গান গায়।
ওরা ঘাম নিয়ে ছোটে
ওরা বৃষ্টি মাথায় হাঁটে
লোকটি জানে ভারতবর্ষ মানে বর্ধমান।
লোকটি জানে পৃথিবী মানে বর্ধমান।
লোকটি জানে এতকিছু সংশোধনের মানেও তো সেই প্রতিদিন সকালে উঠে ভ্যান নিয়ে পথে নামা।
কেশবগঞ্জ চটি পেরিয়ে চলে যাবে নবাবহাট।
ওকে কোন ভোটার কার্ড আপডেট করতে হয়না, আধার বা রেশন কার্ডের জন্য দাঁড়াতে হয়না লাইনে, অথবা আত্মহত্যা...
ওরা খালি গান গায়।
আবার মার খায়।
তবু গান গায়।
ওরা ঘাম নিয়ে ছোটে
ওরা বৃষ্টি মাথায় হাঁটে
লোকটি জানে ভারতবর্ষ মানে বর্ধমান।
লোকটি জানে পৃথিবী মানে বর্ধমান।
লোকটি জানে এতকিছু সংশোধনের মানেও তো সেই প্রতিদিন সকালে উঠে ভ্যান নিয়ে পথে নামা।
তাই গান গাই...
হামে তুমসে পেয়ার কিতনা..
হামে তুমসে পেয়ার কিতনা..
0 Comments