📚সূর্য মণ্ডল🔹পূর্ব বর্ধমান🔹
꩜ আমাদের ছোটকাকামণির স্কুলে ভর্তির সময় গুরুমশায় জন্মদিনের কথা বলেছিলেন। দাদু মাথা চুলকে হিসাব করেছিলেন মন্বন্তরের।তারপর একই ভাবে মাথা চুলকাতে চুলকাতে বলেছিলেন যা ভাল বোঝেন একটা লিখে নিন গুরুমশায়,চাষার ছেলের আবার ওসবের কি দরকার। মাঝে আর খুব বেশি নাড়াঘাঁটা হয়নি এসব নিয়ে। শুধু অবসরের দিনক্ষণ ঠিক করার সময় একবার চাউর হয়েছিল কথাটা। আর এ বছর ছোটকাকামণি চলে যাবে জেনে তাঁর ছেলেরা খুব ধুমধাম করে পালন করল উৎসব । পায়েস হলো, মাছ হলো। ছোটকাকামণি অল্প একটু জিভ বের করে স্বাদ নিল জন্মদিনের।
2 Comments
দারুন দারুন দারুন কবিতা,অনবদ্য
উত্তরমুছুনপত্রিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালথাকা ।
উত্তরমুছুন