দেখনদারী
ছায়াছবি দেখে জাগে কতো শখ
হই "হিরো" সেজেগুজে,
তেল মাখা ছেড়ে শ্যাম্পু ঘষি তো
ক্রিম আনি খুঁজে খুঁজে !
তেল মাখা ছেড়ে শ্যাম্পু ঘষি তো
ক্রিম আনি খুঁজে খুঁজে !
নায়কের গায়ে অদ্ভুত জামা
প্যান্ট সরু নয় ঢলা...
সিনেমার ঢঙে গড়ি নিজেকে যে
পাল্টাই হাঁটাচলা।
প্যান্ট সরু নয় ঢলা...
সিনেমার ঢঙে গড়ি নিজেকে যে
পাল্টাই হাঁটাচলা।
স্টাইল আনি সে কথা বলাতেও
হাসি-কাঁদি সেই মতো,
উত্তম থেকে হালের যারা গো
কপি করি ক্রমাগত !
হাসি-কাঁদি সেই মতো,
উত্তম থেকে হালের যারা গো
কপি করি ক্রমাগত !
কিন্তু নকল করিনা কখনো
সিনেমার যেটা গল্প--
নিজের জীবনে মানিনা মোটেও
হোক সে অল্পস্বল্প,
সিনেমার যেটা গল্প--
নিজের জীবনে মানিনা মোটেও
হোক সে অল্পস্বল্প,
স্বভাব করেছি কৃত্রিম শুধু
চটকদারীর ছোঁয়া
"হিরো" হওয়া সে-কি সহজ অতো গো
"জয়নগরের মোয়া !
চটকদারীর ছোঁয়া
"হিরো" হওয়া সে-কি সহজ অতো গো
"জয়নগরের মোয়া !
কবি সৌমিত্র মজুমদার
পূর্বাচল,উত্তর ২৪ পরগনা
পূর্বাচল,উত্তর ২৪ পরগনা
0 Comments