সঞ্জয় চক্রবর্তী'র কবিতা



    


          সিনেমার মতো

সায়রের উত্তাল তটভূমি জুড়ে সুরভিত কোনো গোলাপবাগান ।
বিশ্বাসী যে হৃদি, প্রেম-প্রেম আতরের উৎসে সহসা আবির্ভূত,
সত্যি না হলে, এ বাস্তব তার নিশ্চিত কল্পিত,
অন্ধকার ঘরে বসে দ্যাখা ঠিক সিনেমার মতো ।

মরুভূমি বুকে নিয়ে আজও জেগে আছে যে গর্বিত গতি হারানো নদীটি,
তার অভিমান, চাঁদামাছ থেকে রুপোলি কেড়েছে নির্দ্বিধায়,
যদিও অনিশ্চিত সেই রঙ অন্তর্জাত,
অন্ধকার ঘরে বসে দ্যাখা ঠিক সিনেমার মতো ।

বজ্রে আহত যে বিবস্বান, অস্তরাগের নিভন্ত আঁচে সেঁকে নেয় তার জ্বলন্ত গনগনে দেহ,
সবটাই মহড়ার শেষে উঠে আসা অভিনয় অক্লান্ত,
অন্ধকার ঘরে বসে দ্যাখা ঠিক সিনেমার মতো ।

শ্যাওলা জড়ানো বনেদি বাড়ির ছাদে, বৃষ্টির এক পশলায়,
দানা খুঁটে খাওয়া কপোত-কপোতীজোড় পুচ্ছ নাচায় ।
এখানে যে আহাম্মক, পুরোনো সেই অনুরাগ খুঁজে পায়,
তার একান্ত ইচ্ছের অপূর্ণ মেঘ ঘনায়িত,
অন্ধকার ঘরে বসে দ্যাখা ঠিক সিনেমার মতো ।

রাজছত্রের ভগ্নদশায়
ষড়যন্ত্রের জাল কেটে যে একদল বিদ্রোহী চ্যাঁচায় : "ইয়ে জো দহশতগর্দি হ্যায়, ইসকে পিছে বর্দি হ্যায়",
তাদেরও সমস্ত গোপন মনস্তত্ত্ব,
অন্ধকার ঘরে বসে দ্যাখা ঠিক সিনেমার মতো ।

           কবি সঞ্জয় চক্রবর্তী 
                         সল্টলেক, কলকাতা 


0 Comments