প্রচ্ছদ,সূচিপত্র ও সম্পাদকীয়




"জমকালো রবিবার সংখ্যা ১" এর লেখকসূচি:

স্মৃতিচারণ: সিদ্ধার্থ সিংহ

স্মৃতি আলেখ্য:  ঋভু চট্টোপাধ্যায়

মুক্তগদ্য: অন্তরা দাঁ

কবিতা: দিশারী মুখোপাধ্যায়, হরিৎ বন্দ্যোপাধ্যায়, সুজিত রেজ, সঞ্জয় চক্রবর্তী, স্বপন জায়দার, শৌভিক চ্যাটার্জী, সৌমিত্র শীল, সুনন্দ মণ্ডল এবং সৌমিত্র মজুমদার ।

ছোটগল্প: রিঙ্কি বোস সেন, সমাজ বসু, চয়ন কুমার রায়, সুমিতা চক্রবর্তী

প্রবন্ধ: শেখ আসমত, মধুমিতা রায় চৌধুরী, শৌভিক চ্যাটার্জী

চলচ্চিত্র আলোচনা: অভিষেক ঘোষ, দেবজিৎ সাহা


সম্পাদকীয়: 

 "For me, the human face is the most important subject of the cinema."
              -Ingmar Bergman

অনেকেই হয়তো প্রশ্ন করবেন এই সংকটময়  পরিস্থিতিতে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা বিষয়ক সংখ্যার    প্রাসঙ্গিকতা কোথায়? সেই দিক থেকে দেখতে গেলে      সিনেমা হয়তো রাতারাতি কোনো মিরাক্যাল ঘটিয়ে কোভিড সমস্যার সমাধান করতে পারবেনা কিন্তু
তাই বলে সিনেমার ভূমিকা কম হয়ে আসেনা। আসলে সিনেমা যে পর্দায় ভেসে ওঠা কিছু চলমান ছবির প্রদর্শনী ছাড়া ও আরো অনেক বেশি,এই সত্য আমরা অনেকেই মেনে নিতে পারিনা। শুধুই বিনোদন মাধ্যম হিসাবে দেখি সিনেমাকে।অনেকক্ষেত্রেই সিনেমার প্রভাবকে খাঁটো করেও দেখা হয়।তবু কবিতা,গান বা অন্যান্য সৃজনমূলক মাধ্যমের মতই সিনেমার ও গুরুত্ব অপরিসীম ।একথা জোর দিয়ে বলাই যায় যে একমাত্র  চলচ্চিত্রই সেই মাধ্যম যার সাথে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আরো বেশি করে মেলাতে পারি। আর এর মধ্যেই সিনেমার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে । 

তবু আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে এই জনপ্রিয় মাধ্যমটিতে ও প্রচুর পরিমাণে বেনোজল ঢুকে গ্যাছে । শুধুমাত্র বক্স অফিসকে গুরুত্ব দিতে গিয়ে এমন সব কুরুচিপূর্ণ সিনেমা বানানো হচ্ছে যা আমাদের তরুণ সমাজকে আরো বিপথে নিয়ে যাচ্ছে । তবু আমরা এটা কখনই অস্বীকার করতে পারিনা যে সিনেমা আমাদের মন,মানসিকতা এমনকি ব্যবহারের ও আমূল পরিবর্তন ঘটাতে পারে।পরিশেষে একথা বলাই যায় সিনেমা আমাদের যা দিয়েছে এবং আমরা নিজেরা যা বিশ্বাস করি এই দুইয়ের মধ্যে যতদিন আমরা ভারসাম্য বজায় রাখতে পারবো ততদিনই সিনেমা আশীর্বাদ হয়ে থেকে যাবে।

সিনেমা নিয়ে অনেক জ্ঞানের কথাই বলে ফেললাম । যার বেশিরভাগই আমি না লিখলেও আপনারা অধিকাংশই নিশ্চিতভাবে জানেন । ভালবাসা সকলকে যারা সময় নিয়ে এই লেখাটি পড়লেন। একমাত্র লেখাই হোক আমাদের পরমতম আশ্রয়স্থল । তাই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনার যারা কলমের কাছে আশ্রয় নিয়েছেন তাদের সকলের জন্য হৃদস্পন্দন ম্যাগাজিনের পক্ষ থেকে ভালবাসা ও শ্রদ্ধা। চলুন আমরা সবাই একই সাথে স্পন্দিত হই।গড়ে তুলি অক্ষর পরিবার।




0 Comments