মাহামুদাল হাসানের কবিতা




         যন্ত্রণার গল্প  


আকাশের গায়ে ঝুলে থাকা লতাপাতা গুলো
তুলে এনে তুলসীতলার পাশের মাটিতে লাগালাম
সমান্তরাল গতিতে যৌবনের নির্যাস নিয়ে
মাটি কামড়ে বড়ো হতে থাকা কদুগাছের 
প্রেমে পড়ে যায় পরগাছাটি
বৃষ্টিভেজা পায়ে নূপুর পরিয়ে দেয়
এখন আমার সঙ্কোচ হয়
তুলসী তাকিয়ে থাকে ব্যাকুল হয়ে
অজস্র স্বপ্নের ভীড়ে মৃদু হাসিতে নোঙর ফেলে
স্থির দৃষ্টির বাহ্য দৃশ্যসুখ গায়ে মাখে
পাখির শিস ব্যালকনিতে ধাক্কা খায়
শিশির হতে চেয়ে ভোরের কাছে চিঠি লিখে
জংলী ফুলের সুবাসে পাগলি বৃষ্টি হাসে
অবুঝ প্রেমের হাঁটা পথে হাঁপিয়ে ওঠে
আকাশ সব দেখে লতাপাতাদের ফের কোলে নেয়
তখনি বুঝলাম আমি মৃতের দলে।



          কবি মাহামুদাল হাসান

                                রতনপুর,মুর্শিদাবাদ

0 Comments