প্রিয় নিরুদ্দেশ - ১৩







    সোমনাথ বেনিয়া🔹উত্তর ২৪ পরগনা🔹



শমিবৃক্ষের ছায়ায় আগুন
সেই তো পরম সত‍্য গন্তব‍্য শেষে
স্মৃতি গুটিবসন্ত !
হা-হুতাশে নিরাময় ঋতুচক্রের ভিতর
তখন জলের খলবল তৃষ্ণার প্রিয়
কিছু সময় উত্তর নয়, যতিচিহ্ন শ্রেয়...

                       কবি সোমনাথ বেনিয়া 

0 Comments