ইতি উপাসক!
কে বলেছে চলে যেতে চাই!হারানো টা বড় শ্রেয়?
তোমাতে যাপন বুঝি।যদি বা সুযোগ দিও!
কে বলেছে বোহেমিয়ান,হয়ে যাওয়া বড় সোজা?
তোমায় বসতি বুঝি,আশ্রয় পেতে চাওয়া বোঝা!
ক্লিওপেট্রার মতো,পাতা জুড়ে অনুভূতি নামে!
আলোর পালক,ভালোবাসি আমি, প্রজাপতি জানে!
আমি নিঃস্ব মতই,হয়ে যাই,রেখো কিছু অন্যমনা,
তুমি অন্য দেশের,তুমি স্বপ্ন বেশের,তুমি ডেসডিমোনা!
তুমি জেন অস্টেন,আমি পড়েই রাখি;জেনো অহর্নিশ,
তুমি এলিজাবেথের সাজে, প্রাইড আর প্রেজুডিস!
আমি হারিয়ে গেলেও কিছু অন্য ভিড়ে,কিছু রই ব্যথাতুর!
যারা নিঃস্ব মত,যারা একলা ঘরে,তার চলে যাওয়া দস্তুর!
'ভালোবাসি',বলে রাখে ভীরু;আমি বলি,তুমি হও ধর্ম যাজক!
অঞ্জলি পত্রের কোণে,লেখা থাক,চলে যাক,ইতি উপাসক!
শৌভিক চ্যাটার্জী
কালনা, পূর্ব বর্ধমান
0 Comments