
এই নাও আমার ভিতর মরে পড়ে থাকা নদী
একা একা ফিরে আসা ধূসর মেঘের নৌকো
এই নাও বাঁশির সুর, হলুদ উলের মাফলার
সংক্ষিপ্ত জীবনের হইচই বলতে এইসব নিস্তব্ধ সম্মোহন
চোখের নরম পাপড়ি জানে, প্রথম আলাপের রং
বেলাশেষে, মায়াবী চাবি হয়ে ওঠে প্রতিটি বিশ্রাম
জীবনের গভীরে অনন্ত জেগে থাকে স্বপ্ন-ভর্তি খাম
কবি মহম্মদ সামিম
পূর্ব খন্যান,খন্যান (ইটাচুনা), হুগলি
0 Comments