ঝুটন দত্ত'র কবিতা

 

শ্যাওলা 


আমার বুকের দেয়ালে

শ্যাওলা জমে আছে, 
অথচ আমি কখনো সীমা রেখা চাইনি;
চাইনি কোন সীমানায় কাটা তারের বেড়া। 
হে বন্ধু,দূর থেকে কুশল জানাও 
দেয়ালে শ্যাওলা জমে জমে পিচ্ছল হয়ে আছি,
কাছে এলে পরে যাওয়ার ভয় মনে আসে।


শুভ্রাদের পুকুর ঘাট 

শুভ্রাদের পুকুর ঘাটে এখন দল বেধে আর ডুব সাঁতারে মেতে ওঠা হয় না;
সেই টলটলে জলে চিৎকারে চিৎকারে লাফিয়ে মুখরিত পুকুর হয়ে ওঠেনা ঢেউয়ে ঢেউয়ে নদী।
এখন নিজেরাই একেকজন এক একটা দল,
বিরহী পুকুর তুমি হারিয়েছো অস্তিত্ব উত্তাল যৌবন।

        কবি ঝুটন দত্ত 
কেন্দুয়া, ময়মনসিংহ, বাংলাদেশ 





















0 Comments