অভিষেক ঘোষের কবিতা

 

খোকন

খোকন যখন ছোটো ছিল,
গ্রামের পোস্ট অফিসের মাঠে
সকাল-বিকেল ক্রিকেট খেলত। 
পড়ায় মন বসত না, পাড়ার মাঠ তাকে কেবলই ডাকত !
ব্যাট দিয়ে বলটাকে পেটাতে
অথবা বল দিয়ে উইকেটগুলো ভাঙতে,
তার বেজায় আনন্দ হতো। 

কেউ খেলাটা শেখায় নি, 
খেলতে খেলতে শিখেছে। 
বোঝে নি, খেলাটারও ইতিহাস আছে, আউট হলে ব্যাট ছেড়ে দিতে হয়।

খোকন আউট হয়ে গেলে
অথবা, হাতে বল না পেলে,
চেঁচামেচি মারপিট করত ।
বল ছুঁড়ে ফেলে দিত পুকুরে,
অথবা উইকেট তুলে নিয়ে পালাত, 
নিজে খেলতে না পেলে,
ও আর কাউকে খেলতে দেবে না ।

সবাই বলত, "বাব্বা সামান্য ক্রিকেট খেলা নিয়ে এত্ত ঝামেলা ! কবে যে বড়ো হবি !"

তারপর কত কোটি ম্যাচ শুরু হয়ে, শেষ হয়ে গেল ।

খোকন এবার বড়ো হল ।

কিন্তু দেখল, বড়োরা তারই মতো 
ব্যাট ছাড়তে চায় না, কোনো নিয়মের তোয়াক্কা করে না। 
কেবল মারপিট আর ঝগড়া করে ।
খোকন অবাক হয়ে দেখে,
ওদের ছেলেবেলার মতোই বড়োরাও সবাইকে দলে নিতে চায় না ।

খোকন বোঝে না,বড়ো হলে অহং-টাও ক্রমশ বড়ো হয়!

       কবি অভিষেক ঘোষ
কসবা, কলকাতা 





















0 Comments