অকাল শ্রাবণ
রোদ কাতুরে সংসার —অকাল শ্রাবণ সাথে
জ্যোৎস্না পোয়াবো সারারাত ।
নক্ষত্রের অভিসার —
পায়ে পায়ে চলি পাশ ফিরি —
উপসর্গ ঝেঁপে আসে — খুনসুটি,
কখনো শ্বেতকরবী হাসনুহানা বাহারি পাতা ও
কখনো বা...
পোয়া পোয়া বুনো শূন্যতা।
ফন্দিবাজ স্ক্রিপ্ট — ভেঙে তছনছ গৃহস্থালি সজ্জা।
পাড়াতুতো কাক শালিক ঘুঘু—
প্রিয় কলম আর জল রং — ছাইচাপা গুপ্ত বিদ্যা
খুব ভালবাসবো ঝুঁকে পড়া কবিতা
আধখাওয়া চাঁদ লগন — আমার জল নৌকা- জনম।
ছাড়তে পারি না মরণের অভ্যাস।
নৈঃশব্দ্যের আলিঙ্গন—ছুঁয়ে অকাল শ্রাবণ।
কবি সোমা ঘোষ
১/১৬ রূপচাঁদ মুখার্জী লেন, ভবানীপুর, কলকাতা
0 Comments