দীপঙ্কর বেরার গল্প



স্বপ্ন

একবারও ভাবে নি, ভাবার অবকাশ পায় নি। আজ ছেলে আঙুল তুলল - বাবা, তোমার নাম ফকির কেন? আমার একদম ভাল লাগে না। 
মোটরভ্যান চালাতে চালাতে ফকির ভাবছে। কেন নবনের খারাপ লাগছে? সেবার স্কুলের স্যার ফকিরের সামনে ছেলেকে বলেছিল - তুমি ফকিরের ছেলে। পড়াশুনায় তো দারুণ। মস্ত বড় হও। বাবার নাম উজ্জ্বল করো। তোমার বাবার মত মেহনতী হও। 
পাড়ার বিচক্ষণ হৃদিনাথ তো প্রায়ই বলে - পড়াশনাটুকু বাদ দিলে তুমি কিন্তু সবেতেই চৌকশ ফকির। ছেলেও তোমার মত মেহনতী উপরন্তু পড়াশুনায় চৌকশ।
পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই একডাকে ফকিরকে চেনে জানে। অথচ আজ ---
- কেমন পড়াশুনা হচ্ছে, নব?
- দেখতে পাচ্ছ না?
- আজই তোর এতগুলো টাকা লাগবে? কি দরকার?  
- কি দরকার? এমনি এমনি কি চাইছি? কলেজের ফিজ। 
- কি যে করি! কোথায় পাই? তবে আমি দেখছি! তুই মন দিয়ে পড়। 
- দেখছি! দেখছি মানে কি? এই তো কটা টাকা। এ তো দিতেই হবে। কি যে পারো তুমি আর কি করো কে জানে? দুরবস্থা আর কাকে বলে!
মোটরভ্যানে অনেক লোড। ফকির তবু ঠিক সামাল দিয়ে এগিয়ে চলছে।

গল্পকার দীপঙ্কর বেরা
১৯৩ আন্দুল রোড, হাওড়া, পশ্চিমবঙ্গ 

























0 Comments