কৃষ্ণা মালিকের কবিতা


লীনতাপ 

বৃষ্টিতে বাজিয়েছিলে হৃদয়ের নীলাভ ডানার সংকেত তবুও প্রথমাবধি জাফরান রঙে ছিলো বিদায়ের গান, 
যেমন যুদ্ধ যুদ্ধ জিগির তুলে তারপরেই কোনো সুচতুর রণবিদ সন্ধিপত্র বাতাসে ছুঁড়ে দিয়ে নিরাপদ ঘেরাটোপে অনেক বেশি মুনাফা লুটে নেয়,  
তেমনি ভালোবাসার অবসর না হতেই বিচ্ছেদের খুঞ্চিপোষে ঢেকেছ নিজস্ব পরমান্নের পাত্র। 
রোজকারের কড়াই-খুন্তির বাসি গন্ধ পেরিয়ে জুঁইএর ফুলঘরে লেপাপোঁছা সারতে হয়। 
রান্নায় ফোড়নের মতো তৎসহ অর্ধ চন্দ্রদিনে খোঁড়াপিসির তদারকি থাকে।সেও ফুৎকারেই দূরে রেখেছে সবুজ গন্ধের নরম গান,যা তার সমস্ত তারুণ্যবেলা বিশ্বাসের চাঁদসূর্য দেখেছিলো। 
এমনই হয়,ম্রিয়মান কাটা খড়ে হিমেল সুর ঝরে শীতের রাতে, 
সব তাপ লীন হয়ে থাকে ভায়োলিন

কবি কৃষ্ণা মালিক 
সেহারা বাজার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 
















0 Comments