নিমাই জানার কবিতা



বাবা 

শালিকের সাথে সংসার পেতেছি 
রঙিন ডানার সমুদ্র বালক খেলে যায় অবিরত আমরা সকলেই পুরনো বাল্যকালে দাঁড়িয়ে আছি 
বাবার বকুনি নিয়ে বালি মাটি খুঁড়ছি আলপথে আমাদের নদীতে কোন কলঙ্কের দাগ নেই পাথরকুচির পাতা বেড়ে উঠছে আমাদের দেহের প্রতিটি অঙ্গে 
অংকুর গাছ পরস্পর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে 

আমাদের সংসারে বাবা বলে এক নদী আছে উর্বর হয়ে যাচ্ছি আমাদের সকল ভাই বোন বাগানের শাখায় ফুটে উঠছে সম্পর্কের চাঁদ 
আমরা কেউ দাঁড়িয়ে কাঁদছি না
দেহে অসংখ্য ফুলের সমারোহ
রাতের বেলায় ফুল কুড়িয়ে ফিরছি পুজোর জন্য
কেউ স্বপ্ন দেখছি না অসম্ভব রাতের
বাবার শরীরে সমুদ্র নামের উর্বর তটরেখায় আমরা ক্রমশ বেড়ে উঠছি ,স্নান করছি

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর





0 Comments