অনির্বাণ রায়ের কবিতা


ধ্রুবক

সূর্যমুখীর হাসিতে 
শিউলির সন্নিপাত। 

পুবের আলোয়
পাখসাট কোন অজানায়;
নিশিহীন নিশাচরের সমাবর্তন 
নিদ্রাহীন বাসায়। 

প্রহরের ধারাপাতে সন্ধ্যার হামাগুড়ি 
বিকেলের উপত্যকায়।
নিশীথের আহ্বান 
মৃত্যুর মতো নিশ্চিত ধ্রুবতারায়।

কবি অনির্বাণ রায় 
১১৪, নেতাজী সুভাষ এভিনিউ, শ্রীরামপুর, হুগলী



0 Comments