বৃষ্টিলিপি
মেঘেরা অস্থির বাতাসে মেলে ডানা
এ প্রান্ত থেকে ওই প্রান্তে ভেসে যায়
সব মেঘে বৃষ্টি হয় না -- এই গূঢ়
সত্যটিকে তুমি আজও মানলে না
আকাশে তবু মেঘ ঝরে পড়ার গানে
চোখের দু'কূল জুড়ে জলোৎসব আনে
এ প্রান্ত থেকে ওই প্রান্তে ভেসে যায়
সব মেঘে বৃষ্টি হয় না -- এই গূঢ়
সত্যটিকে তুমি আজও মানলে না
আকাশে তবু মেঘ ঝরে পড়ার গানে
চোখের দু'কূল জুড়ে জলোৎসব আনে
প্রতীকী
কোথাও যাবার কথা ছিল, কোথায় ?
কী যেন কী করার ছিল, কী ?
আমার কোথাও যাবার নেই।
করার কিছুই ছিল না কাল ...
কী যেন কী করার ছিল, কী ?
আমার কোথাও যাবার নেই।
করার কিছুই ছিল না কাল ...
সময় এবং স্রোতের এসব মিথ্যে প্রতীকী !
0 Comments