একটু উষ্ণতার খোঁজে
শীতের সকালে একটু উষ্ণতার খোঁজে,
উড়ে গেছি কতবার সূর্যের আলাে মেখে
কমলালেবুর মত রঙের স্নিগ্ধতার ভিতর
খােসার ভিতর, কোয়ার ভিতর, অন্দরমহলে
নিভৃতে থরে থরে সাজান আছে কাঙ্ক্ষিত রসদ
জলের মধ্যেই আছে আকাঙক্ষার তীব্র আগুন
ঠিক যেন ঠোঁটের কোণে প্রেয়সীর লুকিয়ে রাখা চুম্বন!
আজ দু'ঠোঁটের মাঝে আগুন নিয়ে খেলি
সিগারেটের নিকোটিন,ধোঁয়ার সঙ্গে বন্ধুত্ব আমার
শীতের আড়ালে শুকিয়ে গেছে
হৃদয়ের নিচে জমিয়ে রাখা যত গোলাপ
কমলালেবুর মত মুখগুলির লাবণ্যে মন ধুয়ে
শীতের কুয়াশাময় স্বপ্নের ভিতর স্বপ্ন দেখি---
প্রেমিকাকে হীরের আংটি পরিয়ে দিচ্ছে প্রেমিক
না না, এ তাে প্রেমের বিজ্ঞাপন...
নাকি,শীতের কুয়াশাচ্ছন্ন এক মেঘলা দুঃস্বপ্ন!
তারপর, যথারীতি ঘুম ভেঙে জেগে ওঠা
শ্বাস-প্রশ্বাসে পাঁজরের ওঠানামা,আকণ্ঠ পিপাসা।
আজও মনে পড়ে---
শীতের সকালের কত হুল্লোড় পিকনিক
প্রেমিকার লাল কার্ডিগান, গােলাপরাঙা ঠোঁট
শব্দের সংগ্রামে বােবা হয়ে যাওয়া সব কবিতা
শীতশেষের রাতে উত্তুরে হিমেল হাওয়ায়
গাছেদের পাতা ঝরে যায় একটা একটা করে
জ্বলতে জ্বলতে নিভে গেছে কখন
আঙ্গুলের ফাঁকে আধপােড়া বিপন্ন সিগারেট
পাঁজরের ঝলসানো গন্ধে খুঁজে নিও শীতের উষ্ণতা
বাস্তবে না হলেও,স্বপ্নের ভিতর কুড়িয়ে নিও
ফুটপাতে পড়ে থাকা কিছু ব্যক্তিগত বিষণ্ণ কবিতা!
0 Comments