জোকার ~ লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা


জোকার 
লক্ষ্মণ দাস ঠাকুরা 

কুলকুচো করলেই ধরা পড়ে যায় 
শশা চুরির লুকোনো গপ্পো।
সাক্ষী দেয় ভিজে মাটির পা।
আখ চিবানো দাঁতগুলো 
বিশ্রী রকম ফাঁকা হাসি হাসে।
ঘটিভর্তি জল ঠিক করে মাপ 
কড়াইয়ে দুধের পুষ্টিতল।
সরের মুখোশ আঁটা 
ধূর্ত চোখ জুল্ জুল্।
সময়ের পিছন চোখ দ্যাখে -
ছড়ি হাতে সামনে এক জোকার।

কবি লক্ষ্মণ দাস ঠাকুরা
সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান



0 Comments