ভাবনা
তীর্থঙ্কর সুমিত
নিজের মত শহর সাজানো আছে
একটার পর একটা গ্রাম মুছে
আজ শহর হয়েছে
শহর ঠিক নয় মফঃস্বল ও বলা চলে
সারাদিন ধরে ভাবছি এর একটা হেস্তনেস্ত করবো
কিন্তু ফিরে আসছি খালি হাতে
এই কি আমাদের জীবন যাত্রা ?
তুলসী মঞ্চে তুলসী নেই
প্রদীপ জ্বলে না তাতে ___
আজ শহর হয়েছে
শহর ঠিক নয় মফঃস্বল ও বলা চলে
সারাদিন ধরে ভাবছি এর একটা হেস্তনেস্ত করবো
কিন্তু ফিরে আসছি খালি হাতে
এই কি আমাদের জীবন যাত্রা ?
তুলসী মঞ্চে তুলসী নেই
প্রদীপ জ্বলে না তাতে ___
অল্প সময় !
বিন্দুকেই বৃত্ত ভাবো ।
বিন্দুকেই বৃত্ত ভাবো ।
0 Comments