কাপুরুষ ~ দেবদাস কুণ্ডুর অণুগল্প


দেবদাস কুণ্ডুর অণুগল্প 
কাপুরুষ 

টিভিতে বার বার খবরটা দেখাচ্ছিল।একটা সুঠাম যুবককে কোমরে দড়ি বেঁধে পিজন ভ্যানে তুলছে পুলিশ। দুপুরে, সন্ধ্যায় এখন রাতের নিউজেও দেখাচ্ছে।
      বিস্তারিত খবরে বলছে, যুবকটি তার স্ত্রীকে খুন করে থানায় আত্ম সমর্পন করেছে। তার অভিযোগ, তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল।
   খবরে আরো বলছে, যবুকটি ওড়নার ফাঁস গলায় টেনে স্ত্রীকে হত্যা করে। তারপর ঘরের দরজা বন্ধ করে সোজা থানায় গিয়ে আত্ম সমর্পন করে।
    না, যুবকটি সাহস আছে বলতে হয়। কিন্তু আজ হঠাৎ সে খুনের সিদ্ধান্ত নিল কেন? নিশ্চয় এই নিয়ে অনেক দিন অশান্তি হয়েছে স্ত্রীর সংগে। হওয়াটা স্বাভাবিক। কোন পুরুষই সহ্য করবে না তার স্ত্রীর অন্য পুরুষের সংগে সম্পর্ক। অনেক দিন হয়তো বুঝিয়েছে, শোনে নি স্ত্রী। আজ বোধ হয় অশান্তি চরমে উঠেছিল। তার পরিনতি এই খুন। 
       টিভিতে খবরটা দেখার পর থেকে অমলেশের ভিতর একটা তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। নিজের ভিতর রাগ ক্ষোভ ঘৃনা জেগে উঠছে।
        পাশের ঘরে স্ত্রী মনিকা শুয়ে আছে। সে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। সে কি পারবে মনিকায় গলায় ওড়নার ফাঁসটা ঠিক ঠিক পড়াতে? তার হাত কাঁপবে না?

সাহিত্যিক দেবদাস কুণ্ডু 
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত















0 Comments