শিখন ~ জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা


শিখন 
জয়ন্ত চট্টোপাধ্যায়

ঝড়ের স্বরলিপি শেখার জন্য
মেঘের কাছে যাবেন না
যাবেন সমুদ্রের কাছে
সমুদ্রের বিশাল বুকে তরঙ্গ উদ্দাম
তার কোনো কোনায় খ্যাপা যুবকের
বিরহ-বিক্ষোভের নিম্নচাপ জমে
ডুবুন সেখানে জানুন সেই সরগম

এরপর মেঘের কাছে শিখুন দীপক রাগ
তন্তুর ভাঁজে ভাঁজে লিখে দিন জাল্লিকাট্টু
নয়তো বাদনা পরব উন্মত্ত ষাঁড়  বা কাড়ার
আস্ফালনের উচ্চচাপ আঁকুন
ঝড়ের তুলিতে অবশ্যই যন্ত্রণা দগ্ধ রঙে,
তা রক্ত হতেই পারে!

            কবি জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর, বাঁকুড়া





0 Comments