ধোঁয়াশা ও দৃশ্যান্তর ~ নাসিম বুলবুলের কবিতা


ধোঁয়াশা ও দৃশ্যান্তর
নাসিম বুলবুল

ওপারে বিস্তীর্ণ নদী,এপারে বেলা শেষ।
প্রথাগত সূর্য ডুবছে একটু একটু করে
নদী তীরে মুখটা গাঢ় নীল অন্ধকারে ভেসে যাচ্ছে...

প্লবতায় ছেড়ে যাওয়া এক টুকরো ঋণ
আধেক খরচ ও অনামী পাপের ভারে
ভারাক্রান্ত দৃশ্যান্তর।হারিয়ে যাওয়া কে আটকাবে?

তাবিজ কবচ নাকি অপত্যের ভিতরে নিথর লাশ?

এলোপাথাড়ি ব্যারাম খুলির চারপাশ খুবলোচ্ছে
আর দু'হাত ভর্তি অসারতা নিয়ে
লিখে যাওয়া সম্ভব না,নিঃসঙ্গতার অভাবী টানে...

দৃশ্যগুলো কোষের শিথিলতায় নিয়মিতই পচে যাচ্ছে
এক একটি নৈঃশব্দ্যের ভিড়ে চলে ধোঁয়াশার চাষ!

কবি নাসিম বুলবুল
সুলতানপুর, মিনাখাঁ, উত্তর ২৪ পরগনা 



1 Comments