চারটি কবিতায় ~ সুজিত রেজ


সুজিত রেজের চারটি কবিতা 

(এক)

খোলস

মনের ভেতর আছে খোলসের স্তর
মোচার খোলার মতো আবরণ-ঘর
খোলস খুলে গেলে তুচ্ছতায় খোলা
বৃত্তি ও চিত্তের চলমানতার দোলা

মনের ভেতর আছে খোলসের স্তর
পঞ্চবি ডাল তলে ন্যুব্জ তরুবর

(দুই) 

মান্দাস

অমাবস্যার অন্ধকার গ্রাস করছে
মার্জারের মতো ক্ষিপ্র ও চতুরালি চলন
মনপবন চক্রব্যূহে মাথা খুঁড়ছে
মন্দবাসা ছন্দহীন জীবন-যৌবন

কী নিয়ে থাকি প্রহরকাটা বেলা
মধ্যরাতে ভাসাই একা মান্দাসের ভেলা

(তিন)

প্রাপ্তি

যা রেখে যেতে চাও রেখে যেতে পারো
এ দীর্ঘ কপালজোড়া বুগিয়ালে
আমৃত্যু বহন করে যাব চণ্ডালছোপ

জীবনের প্রাপ্তি ভালোবাসাঘর
অর্কিড গুল্ম লতায় পাতায়
কাঁপা কণ্ঠে উচ্চারিত মধুশ্লোক

(চার)

সারদামঙ্গল

কাকভোর সরস্বতী-সকাল-শুভেচ্ছা ভিজে চুল
তেরো ডিগ্রি লেপমুড়ি ঠাণ্ডা শাঁখালু নতুন কুল    

গার্লস স্কুল মিডডে মিল নবীন কিশোর
কিশোরী সোনা চাঁদের কণা দিনটা তোর

স্তনহীন অন্তর্বাস
খিচুড়িতে বীর্যের সুবাস

কবি সুজিত রেজ
                        চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ












0 Comments