লাঙল ছবির ভেতর ~ দীপক জানার কবিতা


লাঙল ছবির ভেতর
দীপক জানা

ফুরোনো সময়ে লাল টিপ কাঁধে লোকটা
কাদা, শরীরময় দুই বলদ, লাঙল, মই
হ্রু-হ্যাট্-হ্যাট্। পাতা পড়ছে- বাঁশ, আম, জাম
গা'ডোবা জল শীত প্রাণ

চা ফোটে
দুধ, জল, চিনি ও ইচ্ছের ভেতর
নেশা নেশা আয়ু
রক্তে কাদা-মাটির ঘ্রাণ মেখে সরষের তেল

সোনালী গল্পে সকলেই রাজা জনক
খামার আলোয় সোনা সোনা উল্লাস চোখ
একচুমু ঠোঁটে সন্ধ্যামনি ফুল ফোটে
শাঁখে-প্রদীপে সেজে ওঠে তুলসীতলা।

কবি দীপক জানা
ভোগপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর 








        

0 Comments