ঈশ্বর সাদা পৃষ্ঠায় অংকের চারা লাগান ~ নিমাই জানার কবিতা


ঈশ্বর সাদা পৃষ্ঠায় অংকের চারা লাগান
নিমাই জানা

ঈশ্বর ঘুম বিষয়ক কবিতা লিখতে পারেন

তার আগে গর্ভ প্রদেশের হলুদ মাটিকে রাখেন অশ্বক্ষুরাকৃতি তিলকের গোড়ায়
নিজের বিছানার বামদিকে রাখেন পূর্বপুরুষদের অজৈব দেহাবশেষ
বিকৃত হ্রদের নিচে দেখতে পান নিজের বিবর্ধিত প্রতিবিম্ব
গাছের বাকল আসলে নপুংসক পুরুষদের সংগীত , রাত্রিকালীন বেজে ওঠে দ্রিমি দ্রিমি

প্রথম সংগীতে আবৃত শাঁখের রাধা নামক নারী সন্ধ্যার আগে চুল খোলা রেখে হেঁটে যায় সামন্তরিকের দিকে
দ্বিতীয় কবিতায় ট্রাপিজিয়ামের কর্ণের মান নির্ণয় সূত্রটি চোখে কোনদিন ম্যাগনিফাইং গ্লাস রাখে না
তৃতীয় কবিতার শেষ পরিচ্ছেদে ঈশ্বর আবারো বাঁশি বাজালেন জড় ভরত সাপের জন্য

সাপটি কোন বিষধর নয় অথচ নিজের লেজ কেটে কেটে খায় প্রতি ভোরবেলায়
কারণ তার কোমরের কাছে একটি বিষধর তরল রাখা আছে
সেগুলো সমুদ্রে নিক্ষেপ করেই ঈশ্বর শান্তি পান

টেস্টোস্টেরন আসে,কিন্তু ঘুম আসে না
পবিত্রতা এখানেই 

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর















0 Comments