তিনটি কবিতায় ~ প্রনবরুদ্র


প্রনবরুদ্র'র তিনটি কবিতা 

অমৃত হয় না 

সহ্যের সীমানা সর্বদা ধ্রুবক নয়,
পিঠ দেয়াল পেলে সুনামি ভাঙে জলে।
সময়ের আবেশে আলোর কম বেশি
দিন-রাত-এর বন্ধন আলগা করে।
বিশ্বাস বিকশিত না হলে ভালোবাসা,
শিশুর খেলনাকর্ষণ থেকে অস্থায়ী।

মানতে মানাতে বুঝতে বুঝাতে ক্লান্তি
অনেক কথার উর্বরতা প্রতারণা
নিয়েও,আবার সংসারী গানে বাধ্য।
অস্থির মস্তিষ্কের সংযম অন্ধকার
ঢাকতে পারে না,কীই করে সুখ আসে?
বিমর্ষ বসন্ত সঙ্গহীন ব্যাকুলতা
মেখে,থাকে চুপ;নারী,তুমি বার বার
বিশ্বাস ভাঙলে বিষ অমৃত হবে না।

ঘুম 

সাধারণত মানুষ আলো দেয় না।
সবার কাঙ্ক্ষিত দেবতা নিষ্ঠুরতা নয়
এখনো ফুল ফোটে
যদিও-
শহরের দরজাবন্ধ অবস্থান ভালোবাসা থেকে দূরে।

মানবিকতার উপরেই মৃত্যু উড়ে উড়ে আসে
হয়তো কবি জানেন-
খুনের আগে ও পরে মানুষ মানুষই থাকে
খুনী সময়টুকুতে সে চলে যায় ঘুমে।

সিক্ত প্রেম 

ইচ্ছের পাশে নত মুখ
একা আমি।

মন খারাপ ঘুম নেই
ক্লান্ত প্রেম।

প্রিয়া ঘুমায় সোহাগ জমে
সিক্ত ঠোঁট।

মানে ভিজে মুখ বুজে
আর্দ্র চোখ।

প্রেম থাক্ প্রিয়া ঘুমাক
শূন্য বুক … …

কবি প্রনবরুদ্র
বিবেকানন্দপল্লী,গাজোল (পালমাঠ), মালদা














0 Comments