দূরদৃষ্টি ~ দ্রোণ মুখোপাধ্যায়ের কবিতা


দূরদৃষ্টি 
দ্রোণ মুখোপাধ্যায় 

যে সিঁড়িগুলোর ধাপে তুমি রেখে গেছো
অবাধ্য নদীর স্রোত 
অরণ্যে গাছের ছায়ায় মিশে যাবার আগে,
সেখানে দাঁড়িয়ে আজ আমি--
ধাপে ধাপে এখানে জ্যোৎস্না উঠে গেছে
উদ্দেশ্য থেকে নিরুদ্দেশে--
আমাকে রেখেছে মাঝখানে ঠিক
গভীর খাতের বর্ণহীনতায়--
আমার মাথা ভারী হয়ে আসে,
আমি ঘুমিয়ে পড়ি প্রতিটা ধাপের দোরগোড়ায়;
নীচে তাকিয়ে দেখতে পাই 
আমার অস্বচ্ছ প্রতিবিম্বে গড়ে উঠছে
সোনালি রোদের শহরতলি--
তার চারপাশ জুড়ে ছায়া ছায়া অরণ্যের আড়াল থেকে তুমি সরে যাচ্ছো
এক দেহ থেকে অন্য দেহের অবয়বে--

কবি দ্রোণ মুখোপাধ্যায়
বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ 




0 Comments