এত বাকির মাঝে ~ অনঞ্জনের কবিতা


এত বাকির মাঝে 
অনঞ্জন 

কতকিছু বাকি রয়ে গেছে-
হারানো আঙটি খুঁজে পাওয়া,
ভ্রমরের গানের সম্মোহন,
চিড় ধরা ভালবাসা-মেরামত
কিম্বা,তাকে বলতে পারা- ‘সব নাও’।

এত বাকির মাঝেও
তোমার চোখের দিকে তাকালে
আমার উঠোন সাজে আকুল দরদিয়া,
তোমার একটু প্রশ্রয়ে সমস্ত ঝড়েরা শান্ত;
এত বাকির মাঝেও
তোমার স্পর্শে
আমার চোখে অশ্রু ফিরে আসে।

কবি অনঞ্জন চট্টোপাধ্যায়
১৭৯ শান্তিপল্লী, কসবা, কলকাতা 














0 Comments