📚 অসিকার রহমান🔸বীরভূম🔸
কালো চামড়ার মানুষ বলে খুন করলে ফ্লয়েডকে
যুগে যুগে সাদা চামড়ার মানুষগুলো
থুতু ফেলে চাটাতে চায় ধুলো
ভীষণ শীতে নিজেকে নেয় কালো চামড়ায় সেঁকে
তবু তাদের রাগ পড়ে না, নেই কোনো অনুতাপ
এ রাগের কী যুক্তি আছে তাও জানে না
পশুরাও ভালো জানে,রঙ বিচারে পশুপক্ষী মানুষজন ঘেন্না করা পাপ
সাদা কালোয় মিল হতে কি মরতে হবে আরও
দেশে দেশে প্রতিবাদ আন্দোলনের ঢেউ
আর কত চাই ফ্লয়েড, মোলায়েজ বেনজামিন?
অগ্নিদহনে শেষ হয়ে যাক বর্ণ অভিশাপ।
------------------------------------
* জর্জ ফ্লয়েডের মৃত্যুকে মনে রেখে লিখিত ।
0 Comments