সৌমিত্র শীলের কবিতা




শতবর্ষে সত্যজিৎ এবং সাম্প্রতিকী


কৃত্রিমতায় ঢেকে যাচ্ছে এ মহানগর, এ মহাদেশ
ক্যামেরা তার কৌলীন্য হারিয়ে কাপুরুষ হয়েছে যথারীতি
কাঞ্চনজঙ্ঘা আর দূর থেকে দেখা যায়না
চিত্রনাট্যগুলি যেন প্রাণহীন স্তবক
প্রতিমুহূর্তে অশনি সংকেত ভেসে আসছে
গণশত্রুরা ক্রমশঃ মাথাচাড়া দিচ্ছে এ তল্লাটে 
নেই তাদের যোগ্যতম প্রতিদ্বন্দ্বী 
তাদেরকে চিড়িয়াখানায় আটক করার মতো কাউকেই দেখছিনা
প্রতিদিন ভালোবাসার রঙ বদলায় হীরক রাজার দেশে
তৈরি হয় নিত্যপথের পাঁচালী
জীবনের স্বরলিপিতে ফুটে ওঠে সোনার কেল্লা
প্রতিবাদ, প্রতিরোধ কিছুই নেই
তাই হয়তো অরণ্যের দিনরাত্রি হারিয়ে যাচ্ছে অতলে
কল্পবিজ্ঞান দাবাখেলায় ব্যস্ত
কিন্তু, দিন একদিন বদলাবেই
আসবে কোনও নায়ক
তার থাকবে অপরাজিত ব্যক্তিত্ব 
সত্যের প্রতিষ্ঠা হবে পুনর্বার
তার পরশ পাথরে সেজে উঠবে জীবনের জলসাঘর
ঘরে ও বাইরে শুরু হবে প্রাণের অভিযান
বাতাসে উড়বে সৃষ্টির আবীর 
প্রিয় মুহূর্তের প্ৰদোষ পদার্পনে


            কবি সৌমিত্র শীল
                      ইটাহার, উত্তর দিনাজপুর


 *সত্যজিৎ রায়ে'র ছবি- Pinterest

0 Comments