হামিদুল ইসলামের কবিতা

সখ‍্যতা

জীবনের সখ‍্যতা ফিরে আসে 
আশাবরী মন 
হেলায় পাহাড়ি পথ পেরিয়ে যাই 
মৃত‍্যু অঘটন 
তবু ফিরে আসি যদি ফিরে পাই পৃথিবীর জমিন ।।

তুল‍্যের পবিত্রতা রাখি দোহারী পথ 
ভুলে যাই কবে দেখা হয়েছিলো সখ‍্যতার বনভূমি 
ণিজন্ত প্রতিক্রিয়ায় সাজাই 
চাঁদের পাহাড় 
হুকুমের আকাশ ভাঙে জীবাশ্মের মাঠ ।।

কতো জলে বান আসে মন থাকে খালি 
পড়ন্ত বেলার জীবন আগাছা স্বরুপ 
স্তব্ধ নদী সমুদ্র বন্দর 
দুর্বিনীত হাত 
তবু তোমার সাথে সখ‍্যতা রাখি নিবিড় ভাবনায় ।।

কবি হামিদুল ইসলাম
কুমারগঞ্জ, দ: দিনাজপুর, পশ্চিমবঙ্গ 










0 Comments