বর্ণজিৎ বর্মনের কবিতা

কোনো শাখা নেই

পল্লীশ্রী মাঠের ডানদিকে আমাদের মেইন ব্রাঞ্চ,  
তারপর নটরাজ সিনেমা হলের রাস্তা নিচে নেমে গেছে 

আমাদের কোনো শাখা নেই 
24×7 গোল টেবিলে বসে থাকি 

বিকাল গড়িয়ে ,ছেলের দল মাঠ ছেড়ে ঘরে ফেরে ,

কমলা , নীল , গেরুয়া জার্সি উড়িয়ে উড়িয়ে 

নক্ষত্রের দেশ চমকাবে  বলে 

আমি চেয়ে থাকি হেমন্তের রাতে জ্যোস্না কখন 
দুলতে দুলতে 
শুক্রের দিকে মায়াবি আলো ছায়ায় নৈসর্গিক দৃশ্য --
বংশ পরম্পরায় নবী হয়ে  গাছের বিধান  লিখবে

     কবি বর্ণজিৎ বর্মন 
মালদা, পশ্চিমবঙ্গ, ভারত 

















0 Comments