এই অবেলায়
আমার ভাবনার নিজস্ব আকাশ জুড়ে
এভাবে ছেয়ে আছো কেন ?
স্বপ্নে ও দ্বিধায়, বেদনা আর্তিতে ঘুরে ঘুরে
কোন্ দিকে হেঁটে যেতে চাও ?
পথের রুক্ষ ধূলোয় ফেলে যাও পদছাপ !
দু'হাতে সরিয়ে সব
ছুটে যাব শৈশবের ধূ-ধূ মাঠে,
মেখে নেব শরীরে সেই অমল রৌদ্রতাপ ;
সুতো-ছেঁড়া ঘুড়ির মত দিশাহীন ভেসে যাব --
এমন এলোমেলো বোধের পাপড়িতে
তুমি কোন্ সুতো পরাতে চাও ?
নির্জনে গাঁথতে চাও সংবদ্ধ মালা !
বুকের উঠোন জুড়ে উৎসবের কলরব
যদি আজ উন্মনা করে, তবে কোন্ আয়োজনে
এখানে সাজিয়ে রাখো দুঃসহ জ্বালা ?
ছেঁড়া ঘুমের মধ্যে নির্বিবেক শীত
হাত বাড়ায় অতর্কিতে,
জানালার শার্সি ভেঙে লাফিয়ে পড়ে
রোদ্দুরের তীক্ষ্ম ফলা ।
আমার সর্বস্ব বেমালুম ভেসে যায় ...
তবে আজ এই অসময়ে অবেলায়
শব্দহীন উচ্চারণহীন
তোমার কোন্ সে কথা-বলা !
কবি স্বপন নাগ
ইছাপুর, উত্তর ২৪ পরগনা, ভারত
1 Comments
স্বপন নাগ আমার প্রিয় কবিদের একজন , আগে আরো লেখা দেখতে চাই , তরুণ। ....
উত্তরমুছুন