পরেশ নাথ কোনারের কবিতা

ভঙ্গুর মূল্যবোধ

তুমি পারবে চেষ্টা করো,
চেষ্টা করো তুমি পারবে ।'
চেষ্টা করে ও শেষ রক্ষা হলো না।
ভূমি ধ্বসে আটকে গেছে পথ,
পাহাড়ি পথ।পাশে গভীর খাদ।
এড়িয়ে যাওয়ার উপায় নেই।
দু দিকেই যানজট।
পাহাড়টা যে কখন এত ভঙ্গুর 
হয়ে গেল কে জানে!
ঝুর ঝুর করে ঝরে পড়ছে সব।
আবাল বৃদ্ধ বনিতা আটকে আছে পথে।
অসহায়।কাতর আবেদন পাথরে ধাক্কা
খেয়ে ফিরে আসে,'কেউ ধরবে না '।
সবাই দর্শক।
হৃদয়হীন স্বার্থপরতার সুরমা টেনে
অন্ধত্ব কে চাপা দেওয়ার বাঁদর খেলা।
যে সাহায্যের হাত বাড়াতে পারতো
সে থাকলো দূরে মুখ ফিরিয়ে,
হামাগুড়ি দিয়ে ঢুকে গেছে বায়বীয় আস্ফালন।
পচা ড্রেনে মুখ থুবড়ে পড়ে আছে
যৌবনের নামাবলী।
উলঙ্গেরা গাছ তলায় বসে কেত্তন গায়,
'কাকা, উঠতে পারলে বেঁচে যাবা '।
বাঁচার বীজমন্ত্র যারা জানে তারাই 
মারা গেছে বহু আগে।

কবি পরেশ নাথ কোনার
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

















0 Comments