সোমা ঘোষের কবিতা


ছায়া রোদ রাজপথ

জল মাটি মাপতে মাপতে বেলা আঁকড় কাটি।
আঙুলে আঙুল ছায়া রোদ রাজপথ—
সারি সারি দোকান প্রসাধনী বিজ্ঞাপন।
কাঁপা কাঁপা পাতা আবদার হীন বেড়ে ওঠা
প্রতিবেশী নিম গাছ।
সহজ দিন সহজ রোদ বাদলা বেয়ে বেয়ে
সরণী গেছে বেঁকে।
ছুটোছুটি হাওয়া কুমিরডাঙ্গা —ফেরিওয়ালার ডাক—বহুরূপীর ঝোলা আর পুতুল নাচ।
ঋতু যাতায়াত—পিয়ানোর সুর—স্নেহ হাত
ডাক নাম শুনে পিছন ফিরে দেখি...
শাড়ি আঁচল শাঁখ আদল চুল কাঁটা — হলুদ আলো— মস্ত দেরাজ —বেলজিয়াম গ্লাস।
স্বপ্ন ঘুম নিদ্রা ভেজা ভেজা চোখ—
সাদা গাভী মেঘ —আজও ঢেউ ভাঙে জল—
নোনা নোনা স্বাদ , ঢেউ ভেঙে জল।
সামনে সেই মেহগিনি চেয়ার—মুঠো ভরা বাবার দেওয়া বেগুনি পুঁতির মালা...কবেকার...        আঙুলে আঙুল ছায়া রোদ রাজপথ...


কবি সোমা ঘোষ
৫৫০, বড়াল মেইন রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ 





















1 Comments