তুলসীদাস ভট্টাচার্য'র কবিতা


ব্ল্যাঙ্ক পেজ

সমগ্র জীবন জুড়ে একটাই পেজ 
সেটাও ব্ল্যাঙ্ক থেকে গেল 

দেওয়াল থেকে খসে পড়েছে প্লাস্টার 
লোনালাগা ইটগুলো দাঁত বের করে হাসে 

হাসিগুলো কখন যে কান্নার সাথে মিশে গেছে
খেয়ালই হয়নি 

অথচ ছাদের টবে ফুটে থাকত রজনীগন্ধা 
আমাকে জাগিয়ে রাখত সারারাত 

তারপর রোদ উঠলে গন্ধটা ফিকে হয়ে আসে 
ব্ল্যাঙ্ক পেজটা আর ব্ল্যাঙ্ক ভার্স হয়ে ওঠেনি 

সাদা কাগজে ফুটি ফুটি ফুটে ওঠে আত্মজীবনী।

কবি তুলসীদাস ভট্টাচার্য
শালডাঙ্গা, জগন্নাথপুর, বাঁকুড়া

0 Comments