সুদীপ ব্যানার্জী'র কবিতা


শেষবেলা

১.

ফেলে আসা দাগ   
পিপাসায় কাতরানো

নেমে আসা সহজ হয় ব্যক্তিগত চাহিদায়

স্তব্ধ আদান-প্রদান 

আর

ঝিম লুকোনো ছায়া
জরির চেকনাই  ফ্রেমে ঢেকে
অশ্বারোহী যন্ত্রণা, বুকে ক্রস

নতজানু সমরাঙ্গন

তিনটের খোপে শাদা পায়রা পালক ফেলে যায়



২.


এভাবেই গুটোবার সুতো 
চোখ ছলছল গজল
মেলানোর ছকে প্রবন্ধ লেখে

দূর কোনো দেশে জেগে থাকে ছিপনৌকার আঁকশি

অবাধ্য মাছও

হাঁ করা


৩.

অথচ নীলকমলের শেষে সব পাঠ পরম হল না

কে যেন উঁচুতে চক্করকাটা বাহবা, 
মাটি পেয়ে স্পন্দন হয়েছেন
চন্দন হয়েছেন বিকেলের কপালে

এখন রজনীগন্ধা আনা যাবে  না

কবি সুদীপ ব্যানার্জী
সোমসপুর, ধণিয়াখালি, হুগলী






















0 Comments