মনের দোসর
তিনটে শালিক ভিজছে যখন গাছের শাখায় বসে
একটি মানুষ দাঁড়িয়ে ছিলেন বৃষ্টি ধারার মাঝে।
ঝাপসা ঝালর মুছছে তখন দিনের আলোক শেষে
নামবে এবার ছায়ার প্রদেশ অস্তরাগের সাঁঝে।
একটি মানুষ দাঁড়িয়ে ছিলেন বৃষ্টি ধারার মাঝে।
ঝাপসা ঝালর মুছছে তখন দিনের আলোক শেষে
নামবে এবার ছায়ার প্রদেশ অস্তরাগের সাঁঝে।
এই মানুষটি একলা ভীষণ একলা ভেজেন দেখি
তুমুল বর্ষণ থামছে না আজ, গভীর হৃদয় খুঁড়ে
জাগছে অনেক আঁধার মানিক অন্ধরাতের তারা
ভেলকি দেখায় স্মৃতির দুয়ার ফেলছে কীসব ছুঁড়ে।
তুমুল বর্ষণ থামছে না আজ, গভীর হৃদয় খুঁড়ে
জাগছে অনেক আঁধার মানিক অন্ধরাতের তারা
ভেলকি দেখায় স্মৃতির দুয়ার ফেলছে কীসব ছুঁড়ে।
তিনটে শালিক,একলা যে জন মনের বিষাদ ছুঁয়ে
উদাস তাকায় বৃষ্টি ধারায় মনকেমনের রাতে;
এই চরাচর ভিজছে যখন আকুল কান্না নিয়ে
একলা শালিক মনের দোসর পাবে কি কাল প্রাতে!
উদাস তাকায় বৃষ্টি ধারায় মনকেমনের রাতে;
এই চরাচর ভিজছে যখন আকুল কান্না নিয়ে
একলা শালিক মনের দোসর পাবে কি কাল প্রাতে!
একলা মানুষ একলা শালিক একলা বৃষ্টি-দিন
বুকের মাঝেই কাঁদছে তাদের অনন্তের এক বিন !
বুকের মাঝেই কাঁদছে তাদের অনন্তের এক বিন !
0 Comments