কাজী সামসুল আলমের ছড়া



ছেলেবেলা

ড়িয়ে ঘুড়ি কাটত সকাল ওঝা পাড়ার মাঠে
ছুটির দিনে সকাল সন্ধ্যে মন বসে নি পাঠে, 
সারা দুপুর সাঁতার কাটা চলত রবিবারে 
না ঘুমিয়ে খেলার মাঠে যেতাম চুপিসারে, 
ঝোপের ভিতর বল হারালে লাগত কোলাহল 
চাঁদা তুলে কেনা হত আরও একটা বল, 
আম কুড়াতাম ধাড়ার মাঠে মাছ ধরতাম বিলে 
শালুক পদ্ম তুলতে যেতাম রেল কলোনির ঝিলে, 
চাষের জমি সমান করে চলত ক্রিকেট খেলা 
বর্ষাকালে জলে ভাসাতাম কলাগাছের ভেলা, 
খিরিস গাছের মগ ডালেতে শালিক পাখির বাসা 
শালিক ছানা পেড়ে এনে যত্ন নিয়ে পোষা, 
দিদার সাথে গল্প করা দাদুর সাথে ঘোরা 
হ্যারিকেনের আলো জ্বেলে রাত্রিবেলা পড়া, 
মাটির উনুন রান্না কাঠে ধোঁয়ায় ভর্তি ঘর 
তবুও তখন মায়ের ছিল অনেক অবসর, 
সে সব কথা ভাসছে চোখে যায় নি সরে দূরে 
সুখের স্মৃতি ছেলেবেলার আজও মনে পড়ে, 
জীবন স্রোতে কাটছে সময় বন্ধু স্বজনহীন 
চাই যে পেতে ছেলেবেলার সুখের সে সব দিন ||

ছড়াকার কাজী সামসুল আলম
বাসুদেবপুর, খঞ্জনচক হলদিয়া, পূর্ব মেদিনীপুর 

















0 Comments