আমের গল্প
আম-বাগানের গল্প শোনো
বলবো তাড়াতাড়ি,
ছত্তিশগড়ে পারুলকোট
আমার কাকার বাড়ি ।
বাড়ির পরে ধানের জমির
মাঝে আম-বাগান,
তার ধারে এক ছোট্ট পুকুর
কুচো মাছের খান ।
কাদা জলে স্নান করে
গামছায় মাছ ধরা,
গরম ভাত,মাছ ভাজা
কুচো চিংড়ির বড়া।
দুপুর বেলা ঘুম না পেলে
গরুর দড়ি নিয়ে,
গাছের ডালে দোলনা বাঁধা
আম-বাগানে গিয়ে।
আম পাকলে বাগান জুড়ে
আমের ছড়াছড়ি,
ভোর রাতে আম কুড়াতে
সবার হাতে ঝুড়ি।
খালি পায়ে খালি গায়ে
সকাল বেলা আমের ভোজ,
মজা করে বাড়ি ফিরে
বকা খেতে হতো রোজ ।
আমের কষে ঠোঁটের কাছে
ক্ষত হয়ে যায়,
হয় হোক না জ্যৈষ্ঠ মাসে
আম কে না খায়।
0 Comments