মীরা মুখোপাধ্যায়ের কবিতা



কাজ  পাওয়া

মার কোন কাজ ছিলনা 
তাই কে যেন কাজ দিয়েছে
মেঘ সাজানো,রং করা আর
পুরোনো মেঘ ধোয়ামোছা।
মেঘের উপর মেঘ সাজিয়ে 
পাহাড় নদী অতলান্তিক
মেঘের চূড়ো এবং খিলান
দিব্যি  গড়ছি আবার ভাঙছি।

মেঘের জন্যে এমন এমন রং বানাচ্ছি চমকে যাবে
নীলের মধ্যে আইভরি বা হালকা সবুজ
তরমুজ লাল

কাজটা কেমন!
দেশ বিদেশে খবর পেলেই সটান যাবো
গোমড়ামুখো শহরগুলোয়
ফ্রি অফ কস্ট মেঘ সাজাবো

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া



0 Comments